
মির্জানগর – আড়ং কিয়ারানা – আন্দারিয়া গ্রামবাসী বৃন্দের ব্যবস্থাপনায় জগদ্ধাত্রী পূজার খুঁটি পূজা। স্থান – ময়নার মির্জানগর রথমেলার মাঠ। এখানকার পুজো এ বছর ১৫ তম বর্ষে পদার্পণ করেছে। পূজা উপলক্ষে কয়েক দিন ব্যাপী নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে।