ময়নায় তৃণমূলের বিজয়া সম্মেলনী।ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হোগলাবাড়ি রমনী মোহন গেস্ট হাউসে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক প্রদীপ দে, ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপব্রত দাস, ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী, সহ-সভাপতি রণজিৎ বল, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক ময়না পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নজিবর রহমান, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক, বন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা, মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানা, নারী ও শিশু কর্মাধ্যক্ষ সুমনা মাইতি প্রধান, কৃষি কর্মাধ্যক্ষ নির্মল মাইতি, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ গোলকবিহারী বাড়ই, ময়না ব্লক কিষান মোর্চার সভাপতি বিবেকানন্দ সাহু, ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী সরস্বতী বাইচার, ময়নার বিভিন্ন অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি, প্রধান, উপপ্রধান, জনপ্রতিনিধি এবং বুথ সভাপতি, সাংগঠনিক নেতৃত্বগণ ও সমর্থকগণ। সামনেই ২০২৬ এ বিধানসভা নির্বাচন। তৃণমূল নেতৃত্বদের কথায় বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূলের সর্বস্তরের নেতা, কর্মী, সমর্থকগণকে আরো বেশি ঐক্যবদ্ধ করে ভোট যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার লক্ষ্যে তৃণমূলের এই বিজয়া সম্মেলনী

ময়নায় তৃণমূলের বিজয়া সম্মেলনী।