বর্ষাকালে রাস্তার উপর অনেকটাই জল হয়ে থাকে | স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ যাত্রীর যাতায়াতের ভীষণ সমস্যা | সমস্যার সমাধানে ময়না থানার পুলিশ | ঘটনাটি ময়না ব্লকের নৈছনপুর ১ গ্রাম পঞ্চায়েতের দেউলী চৌরাস্তার মোড় এলাকার | আজ সকাল দশটা নাগাদ ঘটনাস্থনে আসেন ময়না থানার পুলিশ বাহিনী | ময়না থানার মেজ বাবু নিজে দাঁড়িয়ে থেকে জল নিকাশি ব্যবস্থা করে দেন | নিকাশি ব্যবস্থার পূর্বে এলাকায় একটি বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয় | বিশৃঙ্খলার পরিবেশ নিয়ন্ত্রণে আনেন ময়না থানার মেজ বাবুর নেতৃত্বে পুলিশ বাহিনী | এই প্রসঙ্গে সাধারণ মানুষ এবং নৈছনপুর ১ গ্রাম পঞ্চায়েতের পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের |