ছাত্র-ছাত্রীদের প্রতিভার মান যাচাই করার রাজ্যস্তরের পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম হল বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড | এবছর বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৪ এ ময়নার বিভিন্ন স্কুলের প্রতিভাবান ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল | তাদের মধ্যে ২৫ জন ছাত্রছাত্রী সফল হয়েছে। এই ২৫ জন ছাত্রছাত্রী আগামী দিনে লেয়ার টু তে বসবে | ময়না ব্লকের তিলখোজা গ্রাম পঞ্চায়েতের ময়না বিবেকানন্দ বিদ্যামন্দিরের নবম শ্রেণীর ৩ জন ছাত্র ছাত্রী ময়নার ২৫ জনের মধ্যে ৱ্যাঙ্ক করেছে। দুইজন কৃতি ছাত্র হল সৌমজিৎ হাজরা এবং বিতনু সামন্ত, একজন কৃতি ছাত্রী হল ঈশিতা দাস | এই সাফল্যে বিদ্যালয় কর্তৃপক্ষ ভীষণ খুশি ও আনন্দিত | এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ জানা মহাশয় এবং কৃতি ছাত্র-ছাত্রীরা কি জানিয়েছেন শোনাবো আপনাদের |