ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিয়ারানা শিশু সংঘের পরিচালনায় কোজাগরী লক্ষী পূজার সমাপ্তি হল। এই সংঘের পরিচালনায় ২০০৩ সাল থেকে কোজাগরী লক্ষ্মী পূজা হয়ে আসছে। মূলত কিয়ারানা মাইতি পাড়ার ছোট ছোট ছেলে মেয়েদের উদ্যোগে এই লক্ষ্মী পূজা প্রথমে অনুষ্ঠিত হয়েছিল। ২০০৩ সালে শিশুরাই এই পূজা শুরু করেছিল বলে এই সংঘের নাম হয় শিশু সংঘ। বর্তমানে তৎকালীন শিশুরা আজ অনেক বড়। বর্তমান প্রজন্মের শিশুরা বড়দের সহযোগিতা নিয়ে এখনো পুজোটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। এই বছর পূজো এবং প্রসাদ বিতরণ ও প্রীতিভোজের মধ্য দিয়ে কিছু সংঘের কোজাগরী লক্ষ্মী পূজার সমাপ্তি হল।



